চকরিয়ায় অটোরিকশা ও লরি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৪ পিএম, ২৪শে আগস্ট ২০২৩

কক্সবাজারে চকরিয়ায় অটোরিকশা ও লরি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত এবং তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র।
নিহতরা হল- পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আব্দুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) এবং তার মেয়ে জেসমিন আক্তার (১৮)।
আহতরা হল- চকরিয়া উপজেলার হারবাং এলাকার দুদু মিয়া ও তার স্ত্রী এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক।
স্থানীয়দের বরাতে খোকন কান্তি রুদ্র বলেন, দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশার সাথে লরি গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে চালকসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
“ এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। “
নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পাবনায় অনির্দিষ্টকালের জন্য সব রুটে পরিবহন ধর্মঘট

বেহাল সড়কে অগ্নিনির্বাপণে দেরির আশঙ্কায় জনবাণীতে সংবাদ প্রকাশে সংস্কার কার্যক্রম শুরু

মহেশপুর সীমান্তে ১৫ স্বর্ণবার উদ্ধার

লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ
