বিএসএমএমইউ নার্সদের অনুমোদিত ইউনিফর্মের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সদের অনুমোদিত ইউনিফর্মের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯ টায় এ ব্লক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নার্সদের ক্যাপ পরিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের শিক্ষা, গবেষণা বৃদ্ধির পাশাপাশি সেবার মান বৃদ্ধি পাওয়ায় বর্হিবিভাগে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানকার চিকিৎসক, নার্সদের সেবার মান বৃদ্ধি পাওয়ায় সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ ব্যক্তিরা প্রশংসা করেছেন। এটি আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের নার্সদের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য আমরা নিরলস কাজ করছি। আমরা রাজধানী ও রাজধানীর আশেপাশে স্থান খুঁজছি। আমরা নার্সদের পেশার মানোন্নয়নের জন্য নানান উদ্যোগ নিয়েছি। যারা দীর্ঘদিন একই পদে আছেন তাদের পদোন্নতি কিভাবে দেয়া যায় সেজন্য একটি কমিটি কাজ করছে। আমরা আশা করছি, এসবের দ্রুত সমাধান হবে।
রোগীর সেবা নিয়ে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের নার্সদের সময় মত আসতে হবে। রোগীর সেবার জন্য তাদের আরও বেশী মনোযোগ দিতে হবে। রোগীর সেবায় মনোযোগ দেবার জন্য অফিস চলাকালীন সময়ে আমরা সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছি। নার্সদের মিষ্টি ভাষায় রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলতে হবে। মনে রাখতে হবে রোগীর পাশে নার্সদেরই বেশী সময় থাকতে হয়। হাসপাতালে চিকিৎসকের পাশাপাশি রোগীর আপনজন হল নার্স। এজন্য নার্সদের বেশী দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক বি. জে. ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক ( হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেবা-তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) খালেদা আক্তার।
আরএক্স/