বিএডিসিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩


বিএডিসিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ছবি: দৈনিক জনবাণী

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-তে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে “আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ “আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়।


আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক। সভায় সভাপতিত্ব করবেন বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে আদর্শকে ভূলন্ঠিত করার জন্য ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে তাঁর সাহস ও প্রজ্ঞা দিয়ে দেশ পরিচালনা করেছেন এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। বাঙালিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে এ কথা কেউ ভাবতে পারেনি। তাইতো ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পর সারা বাংলার মানুষ নিস্তব্ধ হয়ে গিয়েছিল।


কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষি ক্ষেত্রে বিএডিসি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিএডিসি’র বীজ কৃষকের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিএডিসি’র বীজের প্রশংসা শুনলে আমার বুক গর্ভে ভরে ওঠে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিএডিসিকে পুনর্গঠন করেন। বিএডিসিকে কেউ সংকুচিত করতে পারবে না। বিএডিসি’র জনবল নিয়ে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে সেই সমস্যা আমরা সমাধান করবো। প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে। কৃষি ক্ষেত্রে বরাদ্দ বাড়ার কারণে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দূরদর্শিতা ও কৃষির প্রতি তাঁর গভীর মমত্ববোধের কারণেই কৃষির এই উন্নয়ন সম্ভব হয়েছে। বাংলাদেশ এখন সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হতে যাচ্ছে।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ বলেন, বাংলাদেশের অপর নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ষড়যন্ত্রকারীরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সবাইকে হত্যা করে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে সরকার গঠন করার পর মাথাপিছু আয় বেড়েছে। বিএডিসি’র কর্মকর্তা/কর্মচারিদের ওপর সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আহবান জানান। 

  

শোক সভায় আরও বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি, সংস্থা প্রধানগণ, বিএডিসি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিএডিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।


জেবি/এসবি