মুন্সীগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৪ পিএম, ২৭শে আগস্ট ২০২৩

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডের বাজার এলাকা হতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী আল-মামুন মোল্লাকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল আলিম মোল্লার ছেলে।
টঙ্গিবাড়ী থানার এসআই আল মামুন বলেন, ২০১৪ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী আল মামুন মোল্লা দীর্ঘ ৯ বছর পালিয়ে ছিলো। তাকে অভিযান চালিয়ে উপজেলার কুন্ডেরবাজার এলাকা হইতে শনিবার রাত আড়াইটার দিকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি রাজিব খান বলেন, ২০১৪ সালের একটি হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এদের মধ্যে ২ জন জেল খেটে জামিনে বের হয়েছে। একজন জেল হাজতে আছে। আল মামুন মোল্লাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে।
তাকে মঙ্গলবার (২৭ আগস্ট) আদালতে প্রেরণ করা হবে। অপর আরেকজন দন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
