সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩


সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই
অধ্যক্ষ মতিউর রহমান

সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান আর নেই। 


রবিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে ময়মনসিংহের ধোপাখোলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।তার বয়স হয়েছিল ৮১ বছর।


নেক্সাস কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।


এদিকে সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে  হাজারো নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও সব শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে ভিড় জমান। এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।


আরও পড়ুন: ডেঙ্গু রোগীপ্রতি গড়ে সরকারের ব্যয় ৫০ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী


বর্ষীয়ান এ নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।


আরও পড়ুন: অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ যুক্তরাজ্যের বললেন সিইসি


মতিউর রহমান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে একুশে পদক পান। মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে ছিলেন। ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা হিসেবে স্বীকৃত ছিলেন তিনি।


প্রবীণ এ রাজনীতিবিদ ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি  ময়মনসিংহ সদরের আকুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুর রেজ্জাক এবং মায়ের নাম মেহেরুন্নেসা খাতুন।


জেবি/এসবি