সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩


সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ছবি: সংগৃহীত

প্রবীণ রাজনীতিবিদ, সাবেক ধর্মমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।


সোমবার (২৮ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


শোক বার্তায় মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ছিলেন পরিচ্ছন্ন রাজনীতির অনন্য উদাহরণ। 


একইসাথে তিনি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি করবে। তিনি তার কর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।


আরএক্স/