বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো নেপাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩


বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো নেপাল
ফাইল ছবি

নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশি দর্শনার্থীদের জন্য ই-ভিসা দেওয়া শুরু করেছে নেপাল।এখন থেকে ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে অনলাইনে ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) দেওয়া হবে।


ঢাকায় নেপাল দূতাবাসের সামাজিকমাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। ইটিএ সংক্রান্ত সিস্টেমটি গত ২৪ আগস্ট চালু করেছে নেপাল দূতাবাস


আরও পড়ুন: রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সতর্কতা জারি


এতে বলা হয়, নেপাল ভ্রমণের জন্য আবেদনকারীদের এখন আর ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা দেওয়া হবে না। রবিবার (২৭ আগস্ট) থেকে দূতাবাস অনলাইনে ইটিএ দেওয়া শুরু করেছে।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন


ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে ইটিএ দিলেও ভিসার আবেদনের প্রক্রিয়াসহ অন্যান্য পূর্বশর্ত, যেমন- সশরীরে পাসপোর্টসহ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধতি অপরিবর্তিত থাকবে বলে জানায় দূতাবাস।


জেবি/এসবি