বিয়ের ৮ ঘন্টা পর সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৩ পিএম, ২৯শে আগস্ট ২০২৩


বিয়ের ৮ ঘন্টা পর সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু
ছবি: সংগৃহীত

বিয়ের মাত্র ৮ ঘন্টা হয়েছে এরইমধ্যে সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 


ওই যুবক সোমবার (২৮ আগস্ট) রাতেই বিবাহ করেন। এখনো নববধূর হাতের মেহেদীর রং উঠেনি সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে বিধবা হলেন নববধূ।


নিহত জাকারিয়া হোসেন উপজেলার মামুদপুর ইউনিয়নের কুটিপারা বাড়ইল গ্রামের রেজাউল এর ছেলে।


পরিবারসূত্রে জানা গেছে, নিহত জাকারিয়া হোসেন  দুঁপচাচিয়ার একটি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন। গত সোমবার রাত ১ টার সময়  ক্ষেতলাল পৌর এলাকার বুড়াইল গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম এর মেয়ে জেমি আক্তারের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। 


মঙ্গলবার (২৯আগস্ট ) সকাল ৯ টার সময় নতুন বউয়ের জন্য বাজার করতে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে একটি লড়ি ট্রাক্টর ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান জাকারিয়া হোসেন৷


জাকারিয়ার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করতেছে।


কাহালু থানার (ওসি) মাহমুদ হাসান, সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আরএক্স/