প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩
সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করত সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
গেল ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা যোগ দেন।
সম্মেলন শেষে গত রবিবার (২৭ আগস্ট) সকাল ৮টা ৩১ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
জেবি/এসবি