দুর্নীতির মামলায় ঢাকা মেডিকেলের সাবেক কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩


দুর্নীতির মামলায় ঢাকা মেডিকেলের সাবেক কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড
ফাইল ছবি

অর্থ আত্মসাতের মামলায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সাবেক রেকর্ডকিপার ও টিকিট কাউন্টারের ইনচার্জ আজিজুল হক ভূঁইয়ার ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে। 


বুধবার (৩০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় দেন।রায় ঘোষণার সময় আজিজুল হক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন আদালত। কিশোরগঞ্জের কটিয়াদি ধানার বালিরারপাড় গ্রামের পারসু ভুইয়ার ছেলে আজিজুল হক ভুইয়া।


আরেক ধারায় তাকে সাজা না দিয়ে অবৈধ উপায়ে আত্মসাতকৃত অর্থের সমপরিমাণ অর্থাৎ ৩০ লাখ ৫০ হাজার ৬০১ টাকা জরিমানা করেন আদালত। যা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাবে বলে আদেশে উল্লেখ করেন বিচারক।


সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: সুপ্রিম কোর্টে সভা-সমাবেশ নিষিদ্ধের রায় অনুসরণের নির্দেশ


৩০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৪ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুদকের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম। মামলাটির তদন্ত করে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর কমিশনের উপসহকারী পরিচালক নূরুল ইসলাম  চার্জশিট জমা দেন।২০২১ সালের ৮ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৭ জন আদালতে সাক্ষ্য দেন।


আরও পড়ুন: তারেকের বক্তব্য অপসারণের কাজ শুরু


চার্জশিটে বলা হয়, আজিজুল ২০০৯ থেকে ২০১৩ সালের ২২ জানুয়ারি পর্যন্ত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকার সময় টিকিট বিক্রির ১৫ লাখ ৫৯ হাজার ৬৫৫ টাকা এবং রোগী ভর্তির ১৪ লাখ ৯০ হাজার ৯৬৪ টাকা আত্মসাৎ করেন।


জেবি/এসবি