ভালুকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অর্থ আত্মসাৎতের প্রতিবাদে মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩


ভালুকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অর্থ আত্মসাৎতের প্রতিবাদে মানববন্ধন
ছবি: জনবাণী

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এসএম জাহাঙ্গীর আলম কৃর্তক একই এলাকার সাধারণ নিরীহ ব্যাক্তির জমি দখল, মিথ্যা মামলার দিয়ে হয়রানী, অর্থ আত্মসাৎতের অভিযোগ ও এসএম জাহাঙ্গীরের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (৩০ আগস্ট) দুপুরে ভালুক-গফঁরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর ব্যানারে প্রায় আধা ঘন্টা ব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতান মিয়ার ছেলে এসএস জাহাঙ্গীর আলম প্রতিবেশি, আশরাফুল কুমার, শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের ছোট ভাই হেলাল উদ্দিন এর নামে ভালুকা মডেল থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এছাড়াও তার পিতা সুলতান মিয়ার জমি বিক্রয়ের ২২ লাখ টাকা আত্মসাৎতের,সহোদর ছোট তিন ভাই ও দুই বোনের জমি দখলসহ  বিভিন্ন অভিযোগ এনে এসএস জাহাঙ্গীর আলম এর বিচার দাবিতে এলাকাবাসীর ব্যানারে এক মানববন্ধন করেন হয়রানির স্বীকার এলাকারবাসী। মানববন্ধনে ব্যক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার, টাকা ও জমি উদ্ধার ও জাহাঙ্গীর আলমের বিচার দাবি করেন।


আরও পড়ুন: ভালুকায় ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা


বক্তারা আরও বলেন, জাহাঙ্গীর আলম একুশে টিভির সাংবাদিক হওয়ায় তিনি তার চ্যানেলের ভয় দেখিয়ে এলাকার নিরীহ ব্যক্তিদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে।


অভিযুক্ত জাহাঙ্গীর আলমের পিতা  সুলতান মিয়া বাদী হয়ে ২৯ আগস্ট জাহাঙ্গীর আলমকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আরও পড়ুন: ভালুকায় খিরু নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার


অভিযুক্ত জাহাঙ্গীর আলম জানান, আমার বাবা ৪শতক জমির ৮লক্ষ ৮৫ হাজার টাকা বিক্রয় করেছেন। কিন্তু থানায় ২২ লাখ টাকার অভিযোগ দায়ের করেছেন। মানববন্ধনে আমার বিরুদ্ধে যে অভিযোগ গুলো এনেছেন তা সঠিক নয়।


জেবি/এসবি