ভালুকায় খিরু নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৭ পিএম, ২৭শে জুলাই ২০২৩

ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে খিরু নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে থানার অদূরে খিরু নদীতে ভাসমান অস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের (৩০) ভাসমান লাশ উদ্ধার করে। লাশের ঘার, বাহুসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পড়নে ছিলো চেক শার্ট ও লুঙ্গি এবং গায়ের রং শ্যামলা। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে খুন করে হয়তোবা নদীতে ফেলে যেতে পারে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মো: কামাল হোসেন জানান, নিহতের লাশটি ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
