নির্বাচনে মানুষের আয় বাড়ে: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছে, “নির্বাচনের সময় চা-সিঙ্গারা বিক্রি হয়। প্রার্থীরা টাকা খরচ করে। বেচাকেনা বাড়ে। এটা ভালো জিনিস তো, গরিব মানুষ চা খেতে পারে।”
বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদে এক লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪২৫ কেজি রুই মাছ অবমুক্তকরণ করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, “এখন যদি চোরাগলি পথে আন্দোলনের নামে উশৃঙ্খলা-বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়; নাশকতা, অগ্নিকাণ্ড, সরকারি অফিস-আদালত, রেললাইনে আক্রমণ হয়, তাহলে তো ক্ষতি। এতে মানুষের ক্ষতি, দেশের অর্থনীতির ক্ষতি।”
আরও পড়ুন: জাতির পিতার রক্তের ঋণ শোধ করা যাবে না: নৌপ্রতিমন্ত্রী
নিত্যপণ্যের বাজার সম্পর্কে তিনি বলেন, “আমি বাড়িতে এলেই চেয়ারম্যান সাহেবদের চালের দাম জিজ্ঞেস করি। গত দুই থেকে তিন মাসে চালের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল। পেঁয়াজের দাম ডিস্টার্ব করছিল, সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সুতরাং পেঁয়াজের দাম আর বাড়বে না। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা উচিত। সরকার বাজার নিয়ে প্রতিনিয়ত কাজ করছে। জিনিসপত্রের দাম আরও কমবে।”
আরও পড়ুন: ডিএমপিতে মার্কিন রাষ্ট্রদূত
মাছের পোনা অবমুক্তকরণের সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ছাড়াও অন্যান্যের উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।
জেবি/এসবি