বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩


বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


বুধবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমার অবাক লাগে যখন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনি। যাদের রাজনীতির শুরু ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যাদের রাজনীতি হত্যা-খুনকে পুঁজি করে তাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। বিএনপির মুখে আর যাই হোক গণতন্ত্রের বুলি শোভা পায় না।”


আরও পড়ুন: নিত্যপণ্যের সিন্ডিকেটের বিষয়ে বক্তব্যের জন্য বাণিজ্যমন্ত্রীকে ‘ধরবেন’ প্রধানমন্ত্রী


তিনি আরও বলেন, “উর্দি পড়ে যারা রাজনৈতিক দল গঠন করেছেন, স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান তাদের দলের নেতাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। তাদেরই পক্ষে আজ বিদেশিদের কেউ কেউ ওকালতি করছেন।” 


সরকার প্রধান বলেন, “পদলেহন করবে বাংলাদেশে এমন সরকার চায় কিছু মোড়ল। ইউক্রেন তাদের বন্ধু ভেবেছিল, এখন তারা বুঝতে পারছে।”


আরও পড়ুন: ব্রিকসের সদস্য হতে বাংলাদেশ চেষ্টা করেনি: প্রধানমন্ত্রী


তিনি আরও বলেন, “দেশের মানুষ সচেতন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণ আবারও আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করবে।”


১৫ আগস্ট জন্মদিন পালনের সমালোচনা করে সরকার প্রধানমন্ত্রী। তিনি বলেন, “খালেদা জিয়া বেঈমান ও বিশ্বাসঘাতক বলে ১৫ আগস্ট জন্মদিন পালন করে।”


জেবি/এসবি