সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ডিএমপি কমিশনার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩


সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণের আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। এ উপলক্ষে সমাবেশস্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।


বৃহস্পতিবার (৩১ আগস্ট)  সকালে সমাবেশস্থল পরিদর্শন করেন তিনি।


এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।


আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ-সুধী সমাবেশ ঘিরে ১০টি বিশেষ ট্রেন


ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনাররা এবং উপপুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জেবি/এসবি