ইন্দোনেশিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৭ পিএম, ৩১শে আগস্ট ২০২৩

আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, “রাষ্ট্রপতি আগামী ৫-৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া সফর করবেন। সফরকালে তিনি আসিয়ানের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া আসিয়ানের পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি গেস্ট অব চেয়ার হিসেবে সমাপনী বক্তব্য দেবেন। তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন।”
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ-সুধী সমাবেশ ঘিরে ১০টি বিশেষ ট্রেন
আব্দুল মোমেন বলেন, “সম্মেলনের সাইডলাইনে মালয়েশিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনামসহ আরও দু-একটি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
এ ছাড়া রাষ্ট্রপতির এই সফরে ইন্দোনেশিয়ার সঙ্গে জ্বালানি এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
জেবি/এসবি