ছাত্র সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩
ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশের মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মূল মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (১ সেপ্টেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
এদিন সাড়ে তিনটার পরে শিখা চিরন্তন গেট দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনে স্লোগান দিতে থাকেন সমাবেশে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরএক্স/