সংসদ নির্বাচন কবে, জানালেন ইসি আনিছ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২০ এএম, ২রা সেপ্টেম্বর ২০২৩

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ২০২৪ সালের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।
ইসি আনিছ বলেন, “নির্বাচন কমিশনের স্বার্থকতা হবে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট করতে পারলে। সেইসঙ্গে যোগ হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন। ভোট হতে হবে বিশ্বাসযোগ্য। জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই কেবল ভোট গ্রহণযোগ্য হবে।”
আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন আজ
তিনি বলেন, “নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ। আইনের মাধ্যমে এবার দায়িত্ব ও ক্ষমতা বাড়ানো হয়েছে প্রিজাইডিং কর্মকর্তাদের।”
ভোটের দিন ভোটারদের যাতে কেউ ভোট প্রয়োগে বাধা না দেয় সে ব্যাপারে নিজ দায়িত্ব পালনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার।
জেবি/এসবি