এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৩

বহুল প্রতীক্ষিত দেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টায় রাজধানীর কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করেন তিনি। পরেরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রী কাওলা অংশ দিয়ে টিকেট কেটে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করেছেন। তিনি সরাসরি চলে যাবেন আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে।
সেখানে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
জেবি/এসবি