ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আনোয়ার ফরিদের ইন্তেকাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩


ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আনোয়ার ফরিদের ইন্তেকাল
সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ার ফরিদ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ার ফরিদের ইন্তেকাল করেছেন।


শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় কানাডায় অবস্থানরত নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন।


পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমুলা গ্রামে জন্মগ্রহণ করেন আনোয়ার ফরিদ। ২০০১ সালের ২৬ মার্চ থেকে ২০০৪ সালের ২৩ মার্চ পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।


আরও পড়ুন: ফায়ার সার্ভিস ড্রাইভারদের মেডিক্যাল চেকআপের উদ্যোগ


১৯৭১ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। কর্মজীবনে তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক ছাড়াও বগুড়া ও জাহানাবাদে জিওসি হিসেবে এবং ডিজিএফআই'র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার পেল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর


মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য সরকারের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।


জেবি/এসবি