পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্রের শুভ উদ্বোধন
চা চাষীরা যেনো ন্যায্য মূল্য পায় সে ব্যবস্থা নিতে হবে: বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩
বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন কাঁচা চা পাতার ন্যায্যমূল্য যেনো চা চাষীরা পায় তা নিশ্চিত করতে হবে। চা উৎপাদন হলো বিক্রি করতে গেলো কিন্তু অতিরিক্ত দাম পেলো না ‘তাহলে নিলাম কেন্দ্র মূল্যহীন। সেটা তো মানুষের লাভ হলো না। আমাদের মূল্য উদ্দেশ্য হলো চাষীরা তাদের ন্যায্য মূল্য পায়।
মন্ত্রী শনিবার (২ সেপ্টেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোয়ামে দুপুরে তৃতীয় চা নিলাম কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যা মো. আব্দুল হান্নান শেখও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আনোয়ার সাদত সম্রাট।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স এসাসিয়েশন অব বাংলাদেশ সভাপতি মো. আমিরুল হক খোকন।
বানিজ্যমন্ত্রী টিপু মন্ত্রী বলেন, ‘কাঁচা পাতার দাম ১৪ বা ১৫ টাকায় বিক্রি করতে হয় তাহলে উত্তরবঙ্গের চা বাগান এক সময় বন্ধ হয়ে যাবে‘ যদি তারা ন্যায্যমূল্য না পায়। যার জন্য আমাদের নিলাম কেন্দ্রের পাশাপাশি ‘এটা আমাদের জন্য একটা সুনাম হলো‘একটা ব্র্যান্ডিং হলো উত্তরবঙ্গের মানুষের জন্য রেসপেক্ট’র ব্যাপার হলো।
তিনি আরও বলেন,‘২০ বছরের মধ্যে আমরা নিলাম কেন্দ্র পেলাম। যা শ্রীমঙ্গলে একশো বছর লেগেছে। যদি চা চাষীরা ন্যায্য মূল্য না পায় এই নিলাম কেন্দ্র মূল্যহীন। কতো মূল্য হওয়া উচিত ‘কি দাম পেলে চাষীরা বাচঁবে উৎসাহি হবে ‘সেই বিষয়ে ডিসি ও চা বোর্ডের চেয়ারম্যানকে আমি বলেছি।
বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ‘এদেশে গুটি সাময়িক নীল চাষী করে মানুষকে পরিচিতি করা হতো। আমরা চাই না যে,আমাদের চাষীরা বঞ্চিত হোক। যারা ফ্যাক্টরী করেছেন ভালো কথা তাদের লক্ষ্য রাখা উচিত। তাদের ব্যবসা এটা তাদের সেদিকে লক্ষ্য করতে হবে চাষীরাও যেনো মূল্য পায়। তাদের ফ্যাক্টরী আছে বলে ওরা সুযোগ নিবে সেটা কিন্তু আমরা করতে দিবোনা।
মন্ত্রী বলেন, ময়েশ্চারের কারনে কেউ ২০% ৩০% কেউ ৫০% ওজন কমিয়ে দেয় আমি শুনেছি। এটা তো তুঘলুঘি ব্যাপার। যা ইচ্ছা তাই এটা হবে কেনো। সেটাও তো দেখার দরকার। চাষীদের অসহায়ত্বের সুযোগ নিবে ‘তাই এ বিষয়ে আপনাদের এ জন্য ঐক্যবদ্ধ হতে হবে‘।
তিনি বলেন, ‘গ্রামের ভাষায় কথা আছে না কাঁদলে মা ও দুধ দেয়না‘সেই ভয়েসটা তো আপনাদের রেইস করতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি ‘ সর্বোচ্চ ভাবে চেষ্টা করবো আমরা প্রশাসন দিয়ে বিটিবি দিয়ে এবং সবদিক দিয়ে ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সে গুলি যেনো বাস্তবায়ন করে। কিন্তু একটি অনুরোধ করছি ‘পাতা যারা ছেড়েন যে পাতাটা কিন্তু যেনো যথার্থ হওয়া উচিত। আপনরা যদি নিচের দিক থেকে পাতা ছেড়েন তাহলে ‘আপনারা কোয়ালিটিতে মার খাবেন। যার জন্য আমরা চিন্তা করেছি একধরনের মেশিন দিয়ে আছে সেই মেশিন দিয়ে চায়ের পাতা তোলা যায়। এবং সেই ধরনের মেশিন যতো ব্যবহার করবেন আপনাদের চা পাতার কোয়ালিটি ততো ভালো থাকবে। সেই মেশিন খুব শিগগির টিসিবির মাধ্যমে বেশ কিছু মেশিন সেটা আমরা আপনাদের বিনামূল্য দিবো। কারন একটা সময় আমাদের গ্লোবাল বৈশ্বিক কমপিটিশন আমাদের কোয়ালিটি তৈরি করতে হবে। আপনাদের ভাগ্য আপনারা পরিবর্তন করেছেন।
বানিজ্যমন্ত্রী বলেন, ‘এখন তো অনলাআইনে নিলাম কেন্দ্র চালু হলো। কেউ ফিজিক্যালি আসলো না ‘তবে।বায়ররা যেনো ফিজিক্যালি আসতে পারে‘তাহলে থাকার আবাসন ও ভালো মানের হোটেল থাকতে হবে। আমি চিন্তা করেছি ঠাকুরগাঁওয়ের বিমান বন্দরটি যদি চালু করা যায় তাহলে বায়রাররা আসবে ‘তারা সকালে আসবে বিকেলে চলে যাবে। শুধু চা নয় বাংলাদেশের কয়েকটির জায়গার মধ্যে দর্শনীয় স্থান আছে পঞ্চগড়েও। নৌর্সগিক সৌর্ন্দয্য অনেক কিছু আছে‘ হিমালয় আছে ‘চা বাগান আছে।এ প্রচার আপনাদের চালাতে হবে। ‘আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কণ্যা যার হাতে স্বপ্ন ‘সেই স্বপ্নের কারিগর আপনারা।সেই স্বপ্নের বাস্তবায়ন করতে গিয়ে বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছেন।
আরএক্স/