জ্বালানি তেল ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩


জ্বালানি তেল ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে
ফাইল ছবি

জ্বালানি বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা  অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে  জ্বালানি তেল ব্যবসায়ীরা।  ইতোমধ্যে খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে।


রবিবার (৩ সেপ্টেম্বর) পেট্রল পাম্প মালিক সমিতির নেতা মো. মুরাদুজ্জামান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিন দফা দাবিগুলো হলো- জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা ও জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।


আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম


জানা যায়, রবিবার সকাল থেকে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি ওই ধর্মঘট পালন করছে।


আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো


নেতা মো. মুরাদুজ্জামান মুরাদ জানিয়েছেন, ওই তিন দফা দাবি আমাদের দীর্ঘদিনের। দাবি পূরণে  গেল ৩১ আগস্ট পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সরকার দাবি পূরণ না করায় রবিবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।


জেবি/এসবি