ঘোড়াঘাটে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কৃষ্ণরামপুর মাটিয়ালপাড়া যুব সমাজের উদ্যেগে করতোয়া নদীতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করেন। খেলাকে কেন্দ্র করে নদীর দু-পাশে কয়েক হাজার লোকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
খেলা শেষে বিজয়ী দল সূর্যের আলোকে একটি গরু ও রানার্স আপ দল চাঁদের আলোকে পুরস্কার হিসেবে একটি ছাগল দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার সভাপতি মো. আহসানুল হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার, উপ-দপ্তর সম্পাদক শাকিল সরকার, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।
আরএক্স/