ফেনীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:২২ এএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

ফেনীতে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জামাল হোসেন ওরফে সবুজ (৩৫)। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পুর্ব হাজীপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
ফেনী মডেল থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ সেপ্টেম্বর) ভোরে শহরের উত্তর শিবপুর মুক্তিযোদ্ধা মহিন উদ্দিন'র কলোনীতে অভিযান চালিয়ে জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী কলোনী সংলগ্ন বাগান থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ধৃত জামাল ফেনী শহরের উত্তর শিবপুর বীর মুক্তিযোদ্ধা মহিন উদ্দিন'র কলোনীতে দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসাবে বসবাস করিয়া বিভিন্ন চুরি ও ডাকাতি সহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল।
তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু করে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরএক্স/