ভুয়া সনদে বিদেশ, জড়িতদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩
ভুয়া সনদে যারা বিদেশ যাচ্ছে এবং যারা এই সনদ দেয় তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। । প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের সংশোধিত খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে রিক্রুটিং এজেন্ট যারা আছেন তারা এখন থেকে সাব-এজেন্ট রাখতে পারবেন। এটা এখন থাকলেও আইনের মধ্যে নেই। এখন বিষয়টিকে আইনের আওতায় আনা হলো।
আরও পড়ুন: স্বাধীনতার সুফল বাংলার মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী
পাশাপাশি রিক্রুটিং এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণ সাপেক্ষে তাদের লাইসেন্স বাতিল, স্থগিত এবং সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীবাসীর জন্য নতুন উপহার এলিভেটেড এক্সপ্রেসওয়ে: প্রধানমন্ত্রী
এদিন মন্ত্রিপরিষদের বৈঠকে এই আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এই বৈঠক হয়। পরে বিকালে সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
জেবি/এসবি