সৌর বাতির আলোয় কাটছে দুমকীর আঁধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩
আগে রাত নামলেই দুমকীর বিভিন্ন সড়কে থাকত গা ছমছমে অন্ধকার। তবে এখন সেই আগের চিত্র পাল্টাতে শুরু করেছে। এখন সন্ধ্যার পর সৌর বাতির আলোয় আলোকিত হচ্ছে দুমকীর জনপদ। সন্ধ্যা নামলেই সোলার স্ট্রিট ল্যাম্পের আলোয় অন্ধকার কেটে যায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর।
নয়নাভিরাম সোলার বাতিগুলো পাল্টে দিয়েছে দুমকীর চিত্র। উপজেলা পরিষদ থেকে দুমকী থানা চত্ত্বর পর্যন্ত প্রধান সড়কের দু'পাশে সোলার বাতি সন্ধ্যা নামলেই একসাথে জ্বলে ওঠে। সে এক অপরুপ দৃশ্য। দুমকী শহর ও প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মেঠোপথ, রাস্তার মোড়, ছোট বড় বাজারগুলোতে এখন সোলার স্ট্রীট লাইট বসানো হয়েছে।
এ আলোর কারণে গ্রামীণ জনপদে এসেছে নিরাপত্তা। অন্যদিকে সৌর শক্তিতে চলা সড়ক বাতি সরকারের গ্রাম হবে শহর ধারনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত অর্থ বছরে জাইকার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নানা গুরুত্বপূর্ণ স্পটে ১২৯ টি ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বাস্তবায়নে ১৫০ টি সোলার স্ট্রিট ল্যাম্পের মাধ্যমে আলোকিত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শহর নয় প্রত্যন্ত গ্রামীণ জনপদের মোড়ে মোড়ে এখন সোলার স্ট্রীট লাইট দাঁড়িয়ে আছে। যা সারা দিন সূর্যের আলোকে সঞ্চয় করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত আলোকিত করে রাখছে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ গ্রামীণ জনপদ। আর এতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। কমেছে চুরি, ডাকাতি,ছিনতাইসহ অপরাধ প্রবনতা।
দুমকী উপজেলার পীরতলা বাজারের জোনাকি বস্রালয়ের মালিক মোঃ জাকির হোসেন সমকালকে বলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারসহ বেশ কয়েকটি স্থানে সোলার প্যানেলের স্ট্রিট লাইট লাগানো হয়েছে। সন্ধ্যা হলেই এসব লাইট আলো দিতে শুরু করে। ফলে রাতেও নিরাপদে চলাচল করা যাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে এ আলোর ব্যবস্থা থাকায় রাতে অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে গেছে।
আমাদের বেচাকেনা করতেও সুবিধা হচ্ছে। দুমকী থানা ব্রীজ এলাকার চা দোকানি আবুল কাশেম বলেন, রাতে বাতিগুলো জ্বলে থাকায় বেশি রাত পর্যন্ত বেচাকেনা হয়। আমরা উপজেলা চেয়ারম্যান ড. হারুন হাওলাদারসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
তালতলি বাজারের ব্যবসায়ী মো. ফোরকান আলী মৃধা বলেন, বাজার সংলগ্ন মোড়ে সোলার স্ট্রিট ল্যাম্প বসানোর কারণে গভীর রাত অবধি কেনা বেচার সুযোগ হয়েছে। এছাড়াও রাতে আলোকিত থাকার কারণে চুরি ও অপরাধ প্রবনতা কমেছে।
এ প্রসঙ্গে দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ড. হারুন-অর-রশীদ হাওলাদার দৈনিক জনবাণীকে বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট আলোকিত করার কাজ চলমান আছে। ধাপে ধাপে গুরুত্বপূর্ণ স্থানসমূহ চিহ্নিত করে আলোর ব্যবস্থা করা হচ্ছে। সোলার স্ট্রীট লাইট স্থাপনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গ্রামেই শহরের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আাল ইমরান জানিয়েছেন, গ্রামীন জনপথ আলোকিত করতে ভবিষ্যতে আরো কিছু সোলার স্ট্রিট ল্যাম্প বসানোর পরিকল্পনা রয়েছে।