মহাকাশ গবেষণা থেকে সরিয়ে ফেলা হলো সেই আবদুস সামাদকে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩


মহাকাশ গবেষণা থেকে সরিয়ে ফেলা হলো সেই আবদুস সামাদকে
কৃষিবিদ আবদুস সামাদ | ছবি: সংগৃহীত

নানা সমালোচনা আলোচনার মধ্য  দিয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মো. আব্দুস সামাদকে সরিয়ে দেয়া হয়েছে। এবার জাতীয় সংসদ সচিবালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। 


মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)  জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 


গত মাসের ২৩ তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের মাধ্যমে ইতিহাস গড়ে ভারত। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে এবং দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে মহাকাশযানের সফল অবতরণের মাধ্যমে ইতিহাস স্থান করে নেয় ভারত। 


ওই খবর আসার পরপরই আলোচনায় আসে বাংলাদেশের স্পারসো। ভারতের এই সাফল্যের পেছনে সব অবদান দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর।  ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস সোমনাথ একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। আর বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদ একজন কৃষিবিদ। 


আরও পড়ুন: চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি


একজন কৃষিবিদ এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে এমন বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সংশ্লিষ্ট বিষয়ে তার দক্ষতা ও যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। এই আলোচনা-সমালোচনার মধ্যে আবদুস সামাদকে সংসদ সচিবালয়ে বদলি করা হলো। তবে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। স্পারসোর ওয়েবসাইটে এখনো মো. আবদুস সামাদকে চেয়ারম্যান হিসেবে দেখানো হচ্ছে।


আরও পড়ুন: চাঁদে অবতরণ স্থলের নাম রাখলেন প্রধানমন্ত্রী মোদী


প্রসঙ্গত, মো. আবদুস সামাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব। তিনি ২৬ জুলাই ২০২২ সালে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এ চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।  স্পারসোতে যোগদানের আগে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। আবদুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


জেবি/এসবি