এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তৃতীয় দিনে টোল আদায় ৩২ লাখ টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩


এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তৃতীয় দিনে টোল আদায় ৩২ লাখ টাকা
ছবি: সংগৃহীত

সর্বসাধারণের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার পর তৃতীয় দিনে  ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।  মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায়  এ টোল আদায় করা হয়। 


বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।  এই সময়ে মোট ৩০ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে এক্সপ্রেসওয়েতে। 


আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে টোল আদায় ৩২ লাখ টাকা


সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মোট টোল আদায় হয়েছে ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেট পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট পথে ৩ হাজার ৬১৯টি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দর পথে ২ হাজার ৮৯৮টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করেছে।


আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ে: একদিনে সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাত্র ১৫ মিনিটে বসুন্ধরা থেকে বনানী যেতে পারায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করছেন। যাত্রীরা বলছেন, টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি।  পরদিন রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এর ওপর দিয়ে শুরু হয় যান চলাচল। যানচলাচল শুরুর প্রথম টোল আদায় হয়েছিল ১৮ লাখ ৫২ হাজার টাকা। দ্বিতীয় দিনে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকার টোল আদায় হয়েছে। অর্থাৎ ৩ দিনে টোল আদায় হয়েছে ৬৫ লাখ ৫৬ হাজার ৭২০ টাকা।


জেবি/এসবি