বিদেশী বন্ধুরা হয়তো ভুলে গেছেন বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা: আমু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩


বিদেশী বন্ধুরা হয়তো ভুলে গেছেন বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা: আমু
সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিদেশী বন্ধুরা হয়তো ভুলে গেছেন বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা। 


তখন হিন্দু ধর্মাবলম্বি ও বিরোধী দলের নেতাকর্মীর ওপর নির্মম নির্যাতন হয়েছিল। তখন বিদেশী বন্ধুরা এর প্রতিবাদ জানিয়েছিলেন। আজকে তারাই সুষ্ঠু নির্বাচনের কথা বলে বিএনপিকে সমর্থন দিচ্ছেন। 


বর্তমান সরকার সংবিধানের বাইরে কোন নির্বাচন করবে না। যা হবে সংবিধান  মেনেই করতে হবে। 


বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির মদন মোহন আখড়াবাড়ি মন্দির চত্বরে জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে থাকে। তাই আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন দলের এই প্রবীন নেতা। 


মদন মোহন আখড়াবাড়ি মন্দিরের সভাপতি তপন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অসীম কুমার সাহা ও সাধারণ সম্পাদক তরুন কর্মকার। অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।


আরএক্স/