রাজাপুরে ফেনসিডিল ও দেশীয় পিস্তলসহ নারী গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩
ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ বোতল ফেনসিডিল,দেশীয় পিস্তল একটি,তাজা গুলি ১০ রাউন্ডসহ এক নারী গ্রেফতার।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা গালুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কানুদাসকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল এর সহকারি পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন এর নির্দেশে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজাপুর কানুদাসকাঠি আল আমিন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় আল আমিন হোসেনের বসত ঘড় থেকে ১৫ বোতল ফেনসিডিল, একটি দেশীয় পিস্তল,তাজা ১০ রাউন্ড গুলি উদ্ধার হয়। তার স্ত্রী মোছাম্মদ রোজিনা বেগম (২৮) কে গ্রেফতার করে। কানুদাসকাঠি গ্রামের মৃত মানিক হাওলাদারের ছেলে আল আমিন হোসেন পলাতক রয়েছে।
এঘটনায় স্বামী স্ত্রী দুই জনের বিরুদ্ধে এসআই ইশতিয়াক হোসেন বাদি হয়ে ঝালকাঠি রাজাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করবেন।পালাতক আল আমিন হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান, থানা পুলিশ।
আরএক্স/