এবার ডিবিপ্রধান হারুনের বাড়িতে খেলেন দুই মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদের কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়িতে মন্ত্রীকে দুপুরের খাবার খাওয়ালেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিবিপ্রধানের আমন্ত্রণে উ উপজেলার হোসেনপুর গ্রামের বাড়িতে ধ্যাহ্নভোজে অংশ নেন।পরে ডিবিপ্রধান হারুন অর রশিদ ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন।
আরও পড়ুন: আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি: ডিবি প্রধান
নিজ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেইজে হারুন অর রশিদ লিখেন, “আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীমোস্তফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্ট আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টে এমডি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিরা আমার গ্রামের বাড়িতে আসেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমার আত্মীয়। সেই সূত্রেই আমার বাড়িতে পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী আমার আমন্ত্রণে কিছু সময় আমার বাড়িতে অবস্থান করেন ও দুপুরের খাবার গ্রহণ করেন”
আরও পড়ুন: ডিবি প্রধানের সাথে দেখা করলেন সুড়ঙ্গ টিম
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যরা।
জেবি/এসবি