দুমকিতে পরিবহন-পিকআপের সংঘর্ষে আহত ১৫
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩
পটুয়াখালীর দুমকিতে পরিবহন-ঔষধবাহী পিকআপ সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লেবুখালী- বাউফল সড়কের কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী দশমিনা রুটের চেয়ারম্যান পরিবহন নামের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঔষধবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ‘পিকআপের চালক ঘটনা এস্থান থেকে পালিয়ে গিয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএক্স/