মেহেরপুরে অগ্রণী ব্যাংকের কোমরপুর শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩
ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অগ্রণী ব্যাংকের কোমরপুর শাখা নামে ব্যাংকের ৯৭২তম নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখাটি উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।
আরও পড়ুন: শোকাবহ আগস্টের শেষ কর্মদিবসে অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল
অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, পিপিএম-সেবা, স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অগ্রণী ব্যাংকের আরও এক খেলাপি ঋণগ্রহীতা গ্রেফতার
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী তার বক্তব্যে কোমরপুরে নতুন শাখা স্থাপন করায় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জেবি/এসবি