বুকে রাইফেল ঠেকিয়ে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বুকে রাইফেল ঠেকিয়ে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

নওগাঁর সাপাহার উপজেলা সীমান্তে কর্তব্যরত তানভির আহমেদ (২৬) নামে এক বিজিবি সদস্য নিজের অস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি বৃহস্পতিবার ভোরে সাপাহার উপজেলার সুন্দরইল সীমান্ত ফাঁড়িতে ঘটেছে। নিহত তানভীর নড়াইল জেলার শেখ আরজুনুর ছেলে বলে জানা গেছে। তবে তিনি কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়ে বিজিবির পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বিজিবির সিপাহি তানভীর সবার অজান্তে ক্যাম্প অভ্যন্তরে নিজের কাছে থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চেপে গুলি চালায়। সময় গুলির শব্দে সঙ্গে সঙ্গে ঘটনা জানতে পেরে সকাল ৭টার দিকে ক্যাম্পের অন্য বিজিবি সদ্যস্যরা আহত তানভীরকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে আসে।

প্রাথমিক চিকিৎসার পর তার শ্বাস-প্রশ্বাস চালু থাকায় বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে তাদের

' ); }

বিজ্ঞাপন

পাঠকপ্রিয়