জি-২০ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৫ এএম, ৯ই সেপ্টেম্বর ২০২৩


জি-২০ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ছবি: পিএমও

জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার পরপরই বিশ্বনেতারা ভারতের নয়াদিল্লির ভারত মন্ডাপায়নে সম্মেলনের ভেন্যুতে যোগ দেন।


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ভারত মন্ডাপায়নে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে অভ্যর্থনা জানান।


আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব


উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গাসহ ২৯টি দেশের নেতা ও বিশ্ব সংস্থাগুলোর প্রধানরা।


আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি


দুই দিনের সম্মেলন শেষে দিল্লি ঘোষণার খসড়া ইতোমধ্যেই তৈরি করা হয়েছে। বিশ্বনেতাদের সম্মতিতে এই ঘোষণা চূড়ান্ত হবে। এখন দেখার বিষয় বিশ্ব নেতারা এসব বিষয়ে একমত হতে পারেন কিনা।


জেবি/এসবি