Logo

অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৪
2Shares
অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

আগামী বছরের অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার (১৭ নভেম্বর) এক জরুরি সভার পর এ সিদ্ধান্ত নিশ্চিত করেছে বাংলা একাডেমি।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়, আগামী বছরের অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন হবে ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায়। বাংলা একাডেমি জানিয়েছে, মেলা চলবে প্রায় ২৪ দিন ধরে, ১৫ মার্চ পর্যন্ত।

বিজ্ঞাপন

সাধারণত প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলার আয়োজন হলেও, এবার বিশেষ কারণে শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে। বাংলা একাডেমি জানিয়েছে, সময়সূচি সংক্রান্ত জটিলতার অবসান ঘটাতে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বইমেলা চলাকালীন সময়ে নতুন বই, সাহিত্য ও প্রকাশনা সংক্রান্ত বিভিন্ন আয়োজন এবং লেখক–পাঠক মিলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও অংশ নেবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD