Logo

নির্বাচনে ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারে: ইসি সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৯
8Shares
নির্বাচনে ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারে: ইসি সচিব
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। আমরা ইতিমধ্যেই ডেলিগেশন প্রধানের নাম জানতে পেরেছি, তিনি হলেন মেম্বার অব ইউরোপ পার্লামেন্ট আইভার্স ইজাপস।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চুক্তি গত কার্যদিবসে সম্পন্ন হলেও ব্রাসেলস (ইইউ সদর দপ্তর) থেকে অনুমোদনের অপেক্ষায় আমরা এটি প্রকাশ করিনি। অনুমোদন নিশ্চিত হওয়ার পর আজ এটি প্রকাশ করা হলো। আমাদের ধারণা দেওয়া হয়েছে যে, ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের বিস্তারিত শিডিউল পরবর্তী সময়ে জানানো হবে।

সচিব বলেন, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় আমরা পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা প্রদান করব। বিশেষ করে তাদের যাতায়াত ও চলাফেরায় কমিশন সহযোগিতা করবে। তবে পার্বত্য চট্টগ্রামের মতো কিছু এলাকায় স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মানা হবে। পর্যবেক্ষকরা তাদের সঙ্গে প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিয়ে আসবেন এবং কাজ শেষে তা ফেরত নিয়ে যাবেন।

বিজ্ঞাপন

আখতার আহমেদ জানান, পর্যবেক্ষকরা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনে কাজ করবেন। এছাড়া ইইউ ছাড়াও এখন পর্যন্ত তুরস্কসহ আরও দুই-একটি সংস্থা থেকে পর্যবেক্ষণের জন্য প্রস্তাবনা এসেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD