বাংলাদেশি হাইকমিশনারকে ডেকে কড়া বার্তা দিল নয়াদিল্লি

বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে তাকে ডেকে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে।
বিজ্ঞাপন
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যামের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলবের তিন দিনের মাথায় নয়াদিল্লির এই পদক্ষেপকে কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে ভারত জানায়, বাংলাদেশে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে চিন্তিত। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ঘিরে কিছু চরমপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকি ও নিরাপত্তা সংকট তৈরির ঘোষণার বিষয়টি বাংলাদেশি হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
বিজ্ঞাপন
এ সময় ভারতীয় পক্ষ স্পষ্ট করে জানায়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের অপপ্রচার বা ‘ভুয়া বয়ান’ ছড়ানোর চেষ্টা চলছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। পাশাপাশি এসব সংবেদনশীল ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া এবং দুই দেশের মধ্যে কার্যকর তথ্য বিনিময় না হওয়ার বিষয়েও অসন্তোষ প্রকাশ করা হয়।
কূটনৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ঢাকায় অবস্থানরত ভারতীয় মিশন ও কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছে।
ভারত আরও উল্লেখ করেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক ঐতিহাসিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা। দেশটি বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
বিজ্ঞাপন
এদিকে, এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বুধবার দুপুর থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল। পাল্টা এই তলবের ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্থিরতার ইঙ্গিত মিলছে।








