Logo

অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৪
15Shares
অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ছবি: সংগৃহীত

সচিবালয়ে ‘সচিবালয় ভাতা’ দাবিতে আন্দোলন চালানোর সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে ছয় ঘণ্টারও বেশি সময় কক্ষে আটকে রাখার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি গত সোমবার একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র নিশ্চিত করেছে, বরখাস্তকৃতদের বিরুদ্ধে আগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল এবং আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিল।

বিজ্ঞাপন

বরখাস্ত হওয়া কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী, নজরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক।

ঘটনাটি ঘটেছিল গত ১০ ডিসেম্বর। ওই দিন দুপুর আড়াইটা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টার কক্ষে অবস্থান নেন। তারা দরজার সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং কোনো অবস্থাতেই উপদেষ্টাকে বের হতে দেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তার মাধ্যমে অর্থ উপদেষ্টা সচিবালয় ত্যাগ করেন।

বিজ্ঞাপন

সাবেক শীর্ষ কর্মকর্তারা মন্তব্য করেছেন, সচিবালয়ের সংবেদনশীল স্থানে উপদেষ্টাকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার ঘটনা শুধু নিরাপত্তা ঝুঁকিই তৈরি করেনি, বরং প্রশাসনিক শৃঙ্খলার শঙ্কাজনক চিত্রও উন্মোচন করেছে। প্রশাসনিক ইতিহাসে এই ঘটনা ‘নজিরবিহীন’ হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD