Logo

বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৫:২০
11Shares
বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার দুই দিন পর এ পদক্ষেপ নেওয়া হলো।

বিজ্ঞাপন

আজ (বুধবার) দুপুরে এই তলব কার্যকর হয় বলে নিশ্চিত করেছে দিল্লির কূটনৈতিক সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক হুমকি ও কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ‘ভারতবিরোধী’ বক্তব্যের প্রতিবাদ জানাতে বাংলাদেশের হাইকমিশনারকে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ (ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট) হিসেবে তলব করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতার সাম্প্রতিক মন্তব্য এবং অভিযোগকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই নেতা হুমকি দিয়েছিলেন যে, ঢাকা ভারতের বিরুদ্ধে সক্রিয় শক্তিকে আশ্রয় দেবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে।

এছাড়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ‘ইনকিলাব মঞ্চ’-এর আয়োজনকৃত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছিলেন, অভিযুক্তদের এই হামলায় ভারতীয় সহযোগিতা রয়েছে। তবে ভারত এই অভিযোগগুলোকে ভিত্তিহীন হিসেবে নাকচ করেছে।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল।

সেখানে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ সরকারের উদ্বেগের বার্তা জানানো হয়, বিশেষ করে শেখ হাসিনাকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার বিষয়ে। এছাড়া, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত দেশে প্রত্যর্পণের আহ্বানও জানানো হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD