Logo

নির্বাচন নিয়ে টকশোতে কটূক্তি প্রচার না করার ইসির নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৪:১২
2Shares
নির্বাচন নিয়ে টকশোতে কটূক্তি প্রচার না করার ইসির নির্দেশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) টেলিভিশন টকশো, নির্বাচনি সংলাপ ও সাক্ষাৎকারে কোনো ধরনের কটূক্তি, হেয়প্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে ইসি সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কেন্দ্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

ইসির পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের নির্বাচনি পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো নির্বাচনি সংলাপ বা টকশোতে অংশ নেওয়া প্রার্থী ও দলের প্রতিনিধিদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ভূমিকা রাখতে পারে।

এতে আরও বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী গণমাধ্যমে নির্বাচনি সংলাপে অংশগ্রহণকারীরা কোনো ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য দিতে পারবেন না। এটি নিশ্চিত করা হবে যে কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করা বা কটূক্তিমূলক বক্তব্য প্রচার না হয়।

বিজ্ঞাপন

ইসি সব সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নির্দেশ দিয়েছে, নির্বাচনি সংলাপ, সাক্ষাৎকার বা অন্যান্য অনুষ্ঠানে অংশ নেওয়া প্রার্থী ও দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং কোনো ধরনের অশোভন বা আক্রমণাত্মক বক্তব্য প্রচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD