Logo

আওয়ামী সন্ত্রাসীদের দেখলেই গ্রেপ্তারের কড়া নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ২১:৫৬
13Shares
আওয়ামী সন্ত্রাসীদের দেখলেই গ্রেপ্তারের কড়া নির্দেশ
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী । ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের দেখামাত্রই গ্রেপ্তার করতে পুলিশকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশনা দেন।

সেখানে শরিফ ওসমান হাদির কয়েকজন সমর্থক অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং পুলিশকে তথ্য দেওয়া হলেও মামলা না থাকার অজুহাতে তাদের আটক করা হচ্ছে না।

বিজ্ঞাপন

এ অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সেটি দেখার বিষয় নয়। সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হলে তাদের দেখামাত্রই গ্রেপ্তার করতে হবে।

তিনি এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, যদি এই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্যের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD