মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীকে খুনের অভিযোগ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩
পটুয়াখালীর কলাপাড়ায় নারগিস বেগম (২৩) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজিবের (৩০) বিরুদ্ধে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নারগিস ধুলাসার ইউনিয়নের নয়াকাটা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
নিহত গৃহবধূর বাবা আনোয়ার হোসেন জানান, মেয়ের জামাই রাজিব একজন মাদকাসক্ত , বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নারগিসকে রাজিব বেশ কয়েক বার চাপ প্রয়োগ করে আসছিলো। পরে আনোয়ার হোসেন রাজিবকে দুই লাখ টাকা যৌতুক দেন। এরপরও রাজিব ক্ষ্যান্ত হয়নি । দিন দিন বাড়তেই থাকে তার অনৈতিক চাহিদা। এমনকি সে নারগিসের বিয়ের স্বর্নালঙ্কার পর্যন্ত বিক্রি করে গাঁজা ও ইয়াবা সেবন করেছে। নেশার টাকার জন্য স্ত্রী ও নিজের বাবার সঙ্গে প্রায়ই কলহ বিবাদ লেগেই থাকতো।
তিনি আরও জানান, তার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় রাজিব।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
আরএক্স/