একদিনে করোনায় শনাক্ত আরও ১৭


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩


একদিনে করোনায় শনাক্ত আরও ১৭
ফাইল ছবি

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।


রবিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৭৭ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৫১৭ জন।


আরও পড়ুন: দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে করোনা থেকে ২১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ২৪ জন। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬৪৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৫০০টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।


জেবি/এসবি