Logo

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৬
43Shares
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হন।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের ৩  জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহত ব্যক্তিরা হলেন- আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন।

বিজ্ঞাপন

গেল শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ওই পরিবারকে বহনকারী গাড়ির সঙ্গে একটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই আলমগীর ও তার ছেলে জাকির নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মেয়ে।

বিজ্ঞাপন

একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার গর্ভপাত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলমগীরের চাচা আহমদ মোসা গণমাধ্যমকে বলেন, “তার ভাতিজা আলমগীর যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা ছিলেন। সপরিবার অবকাশ কাটাতে লেস্টারশায়ারে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও তাদের জানায়নি পুলিশ। মরদেহ ৩টি এখনও পরিবারের কাছে হস্তান্তর করেনি পুলিশ।

আলমগীরের বাবার নাম আবদুল কালাম। বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD