মেরুদণ্ড জোড়া লাগানো নুহা-নাবাকে দেখতে গেলেন বিএসএমএমইউ উপাচার্য


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩


মেরুদণ্ড জোড়া লাগানো নুহা-নাবাকে দেখতে গেলেন বিএসএমএমইউ উপাচার্য
ছবি: জনবাণী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মেরুদণ্ড জোড়া লাগানো কুড়িগ্রামের শিশু নুহা নাবাকে দেখতে গিয়েছিলে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 


মঙ্গলবার (১২ সেপ্টম্বর ) কেবিন ব্লকে দেখতে যান তিনি। 


উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসময় দায়িত্বরত সংশ্লিষ্ট চিকিৎসকদের নানান দিক নির্দেশনা প্রদান করেন।


নুহা নাবার খুন-সুটির সঙ্গে  উপাচার্য যোগ দেন। এসময় নুহা নাবার চিকিৎসার দায়িত্বে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, আবাসিক চিকিৎসক ( আরপি) সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ পিটু প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, দুই শিশুর চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।


জেবি/এসবি