দুমকিতে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩


দুমকিতে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় দুমকিতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ও বুধবার (১৩ সেপ্টেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুমকি পটুয়াখালীর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা খাইরুল ইসলাম মল্লিক। 


কৃষক প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএম শামীম অতিরিক্ত উপ-পরিচালক খামারবাড়ি পটুয়াখালী, মেহের মালিকা আঞ্চলিক সমন্বয়ক অত্র প্রকল্প, ইসমিতা আক্তার সোনিয়া কৃষি সম্প্রসারণ অফিসার দুমকি পটুয়াখালী প্রমুখ। 


প্রশিক্ষণের উদ্দেশ্য বিদ্যমান শশ্য বিন্যাস পরিবর্তন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করা, পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন ফসলের প্রদর্শনীয় স্থাপন, কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল এর মাধ্যমে কৃষক পরিবারের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জন করা ইত্যাদি।


জেবি/এসবি