নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নিভেনি কৃষি মার্কেটের আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত পুরোপুরি নিভেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা বাতিলের সুযোগ নেই : আইনমন্ত্রী
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে এসব তথ্য জানান নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও নির্বাপণের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন। যেসব জায়গায় আগুনের কুণ্ডলী পাওয়া যাচ্ছে সেসব জায়গা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বিশ্ববাসী জানবে বঙ্গবন্ধু কিভাবে একটি জাতির রূপকার হলেন: তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটার পর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। পরবর্তীতে সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। তারপর থেকেই কৃষি মার্কেটে আগুন লাগার প্রতিটি জায়গা সার্চ করা শুরু হয়। বিকাল সাড়ে পাঁচটা বাজলেও অনুসন্ধান কাজ চলমান রয়েছে। সম্পূর্ণ নির্বাপণ কারার পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের আরেকজন কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটে যে জায়গায় আগুন লেগেছে সেখানে দাহ্য পদার্থের সংখ্যা বেশি। টিন-কাঠ-পোশাক-আশাক ছাড়াও বিভিন্ন ধরনের দাহ্য পদার্থের কারণে আগুন নির্বাপণে সময় লাগছে।