আ.লীগের পক্ষে ভোট চাওয়া জামালপুরের সেই ডিসিকে প্রত্যাহার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৪ পিএম, ১৪ই সেপ্টেম্বর ২০২৩


আ.লীগের পক্ষে ভোট চাওয়া জামালপুরের সেই ডিসিকে প্রত্যাহার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। আর নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক (উপসচিব)  মো. শফিউর রহমানকে।


আরও পড়ুন: নির্বাচনে অংশ নিতে পারবে ইমরান খানের দল : তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী


বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)  জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করে।


আদেশে জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়।


আরও পড়ুন: বিশ্ববাসী জানবে বঙ্গবন্ধু কিভাবে একটি জাতির রূপকার হলেন: তথ্যমন্ত্রী



আলাদা আদেশে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক মো. শফিউর রহমানকে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করা হয়েছে।

জেবি/এস এম