বরিশালে অপরাজিতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সংলাপ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩


বরিশালে অপরাজিতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সংলাপ
বরিশালে বিভাগীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বরিশালে বিভাগীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর ইউরো কনভেনশন হল রুমে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব) জাহিদ ফারুক শামীম।


বরিশাল বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক  সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা  সভাপতিত্ব করেন। রাজনৈতিক দলে নারীদের অবস্থান সম্পের্কে মূল ধারনাপত্র উপস্থাপন করেন রুপান্তরের বরিশালের নেটওয়ার্কিং কো অর্ডিনেটর ঝুমু কর্মকার। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড.তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এম এ জলীল, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপিত বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,পিরোজপুর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন অপরাজিতা বরিশালে বিভাগীয় সাধারণ সম্পাদক ইসরাত জাহান সোনালী।

 

সংলাপ আলোচনায় ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল পর্যায়ের মূল কমিটিতে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ  সকল নির্বাচনে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী জানান। নারী  প্রতিনিধিত্ব নিশ্চিত করণের লক্ষ্যে রাজনৈতিক  নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের এ সংলাপের আয়োজন করে রূপান্তর।  


এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিকসহ ৮২ জন অংশগ্রহন করেন।


আরএক্স/